ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মশার ডিএনএ বদলে ম্যালেরিয়া রোধের পন্থা আবিষ্কার


গো নিউজ২৪ | বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৬, ২০১৫, ০২:৫০ পিএম
মশার ডিএনএ বদলে ম্যালেরিয়া রোধের পন্থা আবিষ্কার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিজ্ঞানীরা মশার দেহকোষে এমন পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন যাতে তা মানুষের দেহে ম্যালেরিয়া ছড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলবে। 

এই বিজ্ঞানীরা পরীক্ষাগারে মশার ডিএনএতে ম্যালেরিয়ারোধী একটি জিন প্রতিস্থাপন করতে পেরেছেন। বলা হচ্ছে, ডিএনএ বদলে দেওয়া মশার পরবর্তী প্রজন্ম আর ম্যালেরিয়ার জীবাণু বহন করবে না।

অবশ্য এই পদ্ধতি এখনো শুধু পরীক্ষাগারের মধ্যে সীমাবদ্ধ, মাঠপর্যায়ে এটা পরীক্ষা করে দেখা হয়নি।

এই গবেষণা প্রকল্পের সঙ্গে জড়িত অধ্যাপক এ্যান্থনি জেমস বলেন, ‘আমরা এমন একটি জিন তৈরি করতে পেরেছি যেগুলো মশার কোষে ঢোকানোর পর সেগুলো ম্যালেরিয়া জীবাণু প্রতিরোধ করতে পারছে।’

‘আমাদের হাতে এখন এমন প্রযুক্তিও আছে যাতে এই জিন ব্যাপক সংখ্যায় মশার ভেতর ছড়িয়ে দেওয়া সম্ভব। এই কাজ এতটাই দ্রুত করা সম্ভব যে কার্যকরীভাবে ম্যালেরিয়া প্রতিরোধ সম্ভব হবে’- এভাবেই বিবিসির কাছে বিষয়টি ব্যাখ্যা করেন জেমস।

প্রফেসর জেমস এমন কথাও বলেন যে, পৃথিবী থেকে ম্যালেরিয়া পুরোপুরি নির্মূল করা এখন সম্ভব হবে।

তিনি বলেন, যেটা আশা করা হচ্ছে তা হল বিশ্বের আনাচে-কানাচে যেখানেই মশার বসবাস, সেখানেই এই জিন ছড়িয়ে পড়বে এবং ওই সব মশা আর ম্যালেরিয়ার জীবাণু বহন করতে পারবে না।

তিনি আরও বলেন, ম্যালেরিয়ায় মানুষের মৃত্যুর সংখ্যা তুলনা করে এই পদ্ধতির সাফল্য নির্ণয় করা সম্ভব।

কবে নাগাদ মাঠপর্যায়ে এই গবেষণার কার্যকারিতা পরীক্ষা শুরু হবে তা এখনো বলা হয়নি।

ম্যালেরিয়ার কারণে পৃথিবীতে প্রতি বছর পাঁচ লাখ লোকের মৃত্যু হয়, যার বেশিরভাগই সাব-সাহারান আফ্রিকান দেশগুলোতে।

যদিও এই শতাব্দীর শুরুর সময় থেকে ম্যালেরিয়ায় মৃত্যুর সংখ্যা ৬০ শতাংশ কমে গেছে। কিন্তু মশার মধ্যে এখন ওষুধ প্রতিরোধী ক্ষমতা তৈরি হচ্ছে, যা উদ্বেগজনক।

খবর বিবিসির।

গো নিউজ২৪/বিএইচএম

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর
বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক