ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভালোবেসে বিয়ে করে এই প্রতিদান পেলেন তরুণী! 


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: জুলাই ২৯, ২০১৭, ০৫:২২ পিএম আপডেট: জুলাই ২৯, ২০১৭, ১১:২২ এএম
ভালোবেসে বিয়ে করে এই প্রতিদান পেলেন তরুণী! 

এই পৃথিবীতে প্রতিদিন এমন সব ঘটনা ঘটে যা হয়তো আমাদের ভাবনার মধ্যেও আসে না অনেক সময়। তেমনি একটা ঘটনা ভারতে ঘটলো। ভারতের গোয়ার উত্তরাংশের একটি বাড়িতে গত বিশ বছর ধরে একটি ঘরে আটকে রাখা হয়েছিল এক নারীকে।

জানা যায়, ভালোবেসে মুম্বাইয়ের এক ছেলেকে বিয়ে করেছিলেন ওই নারী। কিন্তু বিয়ের পরে জানতে পারেন যে, তার স্বামীর আরও একটি স্ত্রী আছে। ওই ঘটনায় কষ্ট পেয়ে বাবা-মার বাড়িতে গোয়ায় ফিরে আসেন তিনি। কিন্তু তার ব্যবহার স্বাভাবিক নয় এমন অভিযোগ করে গত বিশ বছর ধরে ঘরের মধ্যে আটকে রাখে তার পরিবারের সদস্যরা। 

সম্প্রতি গোয়া পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে নারীটিকে উদ্ধার করে। অন্ধকার একটি রুমের মধ্যে প্রায় নগ্ন অবস্থায় তাকে পাওয়া যায় বলে জানিয়েছে গোয়া পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা। বর্তমানে ওই নারীর বয়স হয়েছে প্রায় ৫০ বছর। 

অন্ধকার ওই ঘরের মধ্যে থাকার সময় বাইরের জগতের কারও সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। ঘরে থাকা একটি জানালাই ছিল তার গোটা জগত। নিয়ম করে তার দুই ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাকে খাবার দিতে আসতো। যদিও বর্তমানে ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশের তত্ত্বাবধানে। 

জানা যায়, নারী অধিকার নিয়ে কাজ করে ‘বালিয়াঞ্চো সাদ’ নামের একটি গ্রুপের কাছে এক ব্যক্তি ওই নারীর সংবাদ জানিয়ে একটি ই-মেইল করে। ওই ইমেইলেল ভিত্তিতেই সংস্থাটি গোয়ার ওই বাড়িতে অভিযান চালায় এবং তাকে উদ্ধার করে। 

গোয়া পুলিশের একজন কর্মকর্তা জানান, “আমরা এখনও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করিনি। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে আছে। ওই নারীর এবং তার পরিবারের সদস্যদের জবানবন্দি রেকর্ড করা হচ্ছে।”

গো নিউজ২৪/এএইচ

ওমেন`স কর্নার বিভাগের আরো খবর
আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!