ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাড়ির লোভে বিয়ে বিচ্ছেদ!


গো নিউজ২৪ | গো নিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ৫, ২০১৭, ০৬:২৭ পিএম আপডেট: মার্চ ৫, ২০১৭, ১২:২৭ পিএম
বাড়ির লোভে বিয়ে বিচ্ছেদ!

ডেস্ক: চীনের একটি গ্রামে ১৬০টিরও বেশি দম্পতি বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশায় গণহারে বিবাহ বিচ্ছেদ করছেন। 

পূর্ব চিনের প্রত্যন্ত একটি গ্রামে কর্তৃপক্ষ এসব দম্পতির বাড়িঘর ভেঙে ফেলার পর তারা তাদের সম্পর্ক ভেঙে দিতে চাইছে। 

জিয়াংসু প্রদেশের এই গ্রামটির নাম জিয়াংবেই। গ্রামটিকে ভেঙে-চুরে উন্নত আধুনিক প্রযুক্তির এক এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চীনা সরকার গ্রামের পুরনো সব স্থাপনা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।

আর সরকারের এই সিদ্ধান্তের পর দম্পতিরা হিসেব করে দেখেছেন, তারা যদি আলাদা আলাদাভাবে আবেদন করেন তাহলে স্বামী স্ত্রী দুটো আলাদা বাড়ি পেতে পারেন এবং এছাড়া অতিরিক্ত আরও ১৯,০০০ ডলারও পাবেন। এরপর পরই লক্ষ্য করা গেছে, যেসব দম্পতি বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাদের কারও কারও বয়স ৮০ বছরেরও বেশি। গ্রামে এই পরিবারগুলো কয়েক প্রজন্ম ধরে বসবাস করছে।

এখন পুরনো বাড়িঘর ভেঙে নতুন করে তা গড়ে দিচ্ছে স্থানীয় সরকার। এসব বাড়ির আয়তন ২২০ বর্গমিটার। গ্রামের মানুষরা ক্ষতিপূরণের বিস্তারিত বিবরণ পড়ে দেখা যাচ্ছে যে, এখন তারা স্বামী-স্ত্রী যদি আদালতে গিয়ে সংসার ভেঙে দেয় তাহলে ক্ষতিপূরণ হিসেবে তারা ৭০ বর্গমিটারের আরো একটি বাড়ি পেতে পারেন। পাশাপাশি মিলবে নগদ কিছু অর্থও।

এই সব কারণেই সেখানে বিবাহ বিচ্ছেদের হিড়িক পড়েছে। বিয়েবিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করার জন্যে তারা একেক দম্পতির কাছ থেকে নিচ্ছে ২ হাজার ডলার। 

তবে অনেক দম্পতিই জানিয়েছেন, আপাতত তারা ডিভোর্স নিচ্ছেন কিন্তু বাড়ি পেয়ে যাওয়ার পর তারা ফের বিয়ে করে ফেলবেন।  

গোনিউজ২৪/এম

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী