ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবার আরবি ভাষায়


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৬, ০৩:১২ পিএম আপডেট: ডিসেম্বর ১৩, ২০১৬, ০৯:১২ এএম
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবার আরবি ভাষায়

সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির আরবি অনুবাদ প্রকাশিত হয়েছে। এটি স্প্যানিশ ভাষাতেও অনুদিত হচ্ছে। সূত্র জানায়, বাংলা এবং ইংরেজী ছাড়াও বইটি এখন পর্যন্ত চাইনিজ, উর্দ্দু এবং জাপানী ভাষায় অনুবাদ করা হয়েছে। আরবি ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড.রিয়াদ এন.এ.মালকি। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি বইটির আরবি সংস্করণের কপি প্রধানমন্ত্রীকে উপহার দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আরবিতে অনুবাদ করে প্রকাশ করার পাশাপাশি বিভিন্ন আরব দেশগুলোতে পাঠানো হয়েছে বলে এসময় ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, আমরা অন্যান্য আরব দেশগুলোকেও বইটি তাদের দেশে প্রকাশের অনুরোধ জানিয়ে বলেছি, প্রয়োজনে এ জন্য আমরা কপি সরবরাহ করতে পারবো। প্রধানমন্ত্রী এ সময় একটি বইয়ে স্বাক্ষর করে ফিলিস্তীনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের জন্য পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন এবং ড.মালকিকেও তাঁর স্বাক্ষর করা একটি বই উপহার দেন।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফিলিস্তীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের জনগণও এই মহান নেতাকে অত্যন্ত সম্মান করে। বঙ্গবন্ধু জনগণের জন্য যা করেছেন তা অত্যন্ত বিরল।

ফিলিস্তীনের পররাষ্ট্রমন্ত্রী এ সময় সেদেশের কিংবদন্তী নেতা ইয়াসির আরাফাত এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা স্মরণ করে বলেন, তাঁদের মধ্যে বিশেষ বন্ধুত্ব ছিল এবং এখন এটা আমাদের দায়িত্ব এই সম্পর্কের প্রতি যত্নবান হওয়া এবং একে টিকিয়ে রাখা। 

এর আগে একই দিন বিকেলে স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত এদোয়ার্দো ডি লেইগলেসিয়া ডেল রোজাল প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবণে সৌজন্য সাক্ষাতে এসে জানান, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি তারা স্প্যানিশ ভাষায় প্রকাশের উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, আমরা শীঘ্রই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি স্প্যানিশ ভাষায় প্রকাশের উদ্যোগ নিচ্ছি।

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকার আদায়ে পাকিস্তানী সামরিক জান্তার রোষানলে পড়ে জীবনের বহু বছর নির্জন কারা প্রকোষ্ঠে অতিবাহিত করেন। তিনি এই বইটি ব্যক্তিগত ডায়রি আকারে ১৯৬৭ থেকে ৬৯ পর্যন্ত কারাকারে থাকার সময় লিপিবদ্ধ করেন বলে তথ্য রয়েছে।

প্রসঙ্গত বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি গত ১২ জুন ২০১২ সালে ঢাকা থেকে বাংলা ও ইংরেজীতে প্রকাশিত হয়। প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। এটি একই সময়ে পেঙ্গুইন বুকস ইন্ডিয়া এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস পাকিস্তান থেকে ভারত ও পাকিস্তানেও প্রকাশিত হয়। বইটির ইংরেজী অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম।

 

গো নিউজ২৪/জা আ 

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস