ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বইমেলায় মিজানুর রহমান মিথুনের দুই বই


গো নিউজ২৪ | গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০১৭, ০৫:৪৬ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০১৭, ০৯:৩৪ এএম
বইমেলায় মিজানুর রহমান মিথুনের দুই বই

ঢাকা: এবারের একুশের বইমেলায় সাহিত্যিক-সাংবাদিক মিজানুর রহমান মিথুনের ‘টুটুল স্যারের টিউশনি’ ও ‘তোমাদের জন্য বঙ্গন্ধু স্বপ্নজয়ী সেরা মানুষ’ শিরোনামের দুইটি বই প্রকাশিত হচ্ছে। 

‘টুটুল স্যারের টিউশনি’ বইটি প্রকাশনা সংস্থা সাহস থেকে এবং ‘তোমাদের জন্য বঙ্গন্ধু স্বপ্নজয়ী সেরা মানুষ’ স্বরবৃত্ত প্রকাশন থেকে প্রকাশিত হবে। 

মোস্তাফিজ কারিগরের প্রচ্ছদে ‘টুটুল স্যারের টিউশনি’ বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা। 
অন্যদিকে ‘তোমাদের জন্য বঙ্গন্ধু স্বপ্নজয়ী সেরা মানুষ’ প্রচ্ছদ এঁকেছেন শিল্পী সোহাগ পারভেজ। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

মিজানুর রহমান মিথুন ১৯৯৮ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাংলাদেশ বেতারের জাতীয় কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। এরপর থেকেই মূলত লেখালেখির শুরু। বাংলা একাডেমির তরুণ লেখক প্রশিক্ষণ কোর্স ২০১১ সালে তৃতীয় ব্যাচে লেখালেখি প্রশিক্ষণের সুযোগ লাভ করেছিলেন। তার লেখা প্রথম বই, ‘যে ভূতটা বই পড়তে এসেছিল’র জন্য ছোটদের মেলা পুরস্কার লাভ করেন। 

তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত ‘সাপলিমেন্টারি লার্নি ম্যাটেরিয়াল’ গল্প লেখক নির্বাচিত হয়েছেন। এর আগে তার লেখা ‘নতুন সপ্তাশ্চার্য’ বইটি কিন্ডার গার্টেন স্কুলে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণির পাঠ্যভুক্ত হয়েছে। বিভিন্ন জাতীয় দৈনিক এবং সাময়িকীতে নিয়মিত লিখছেন। 

মিজানুর রহমান মিথুনের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে-‘তিনি আমাদের জাতির পিতা’, ‘রাসেল তুমি ফিরে এসো’, ‘নতুন সপ্তাশ্চার্য’, ‘যে ভূতটা বই পড়তে এসেছিল’, ‘ফার্স্ট গার্ল সেকেন্ড বয়’, ‘ফুল বালিকা’, ‘ট্যালেন্টপুল টমি’, ‘ক্লাসের বাইরে একদল দুষ্টু’, ‘স্কুলের সাহসী ছেলেটি’ ও ‘হৃদয়ে হৃদয়ে বঙ্গবন্ধু’। 

বর্তমানে তিনি দেশের একটি প্রথম শ্রেণির জাতীয় দৈনিকে সহ-সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
গো নিউজ২৪/এম

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস