ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রথম অভিজ্ঞতার যে ১০ মুহূর্ত, জীবনে ভোলা যায় না 


গো নিউজ২৪ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ২৭, ২০১৭, ১০:১৪ এএম
প্রথম অভিজ্ঞতার যে ১০ মুহূর্ত, জীবনে ভোলা যায় না 

কথায় আছে প্রেম-ভালবাসা অমর। আর এই অমর সম্পর্কের প্রতিটা মুহূর্তই দুজন মানুষের কাছে খুব প্রিয়। তবে কিছু মুহূর্ত থাকে যা কখনোই স্মৃতি থেকে মুছে যায় না। বিয়ের আগে প্রেম বা দাম্পত্য জীবন- সম্পর্ক যাই হোক না কেন, কিছু সময় বা মুহূর্ত কখনোই ম্লান হয় না। এগুলো সবার ক্ষেত্রে চিরস্মরণীয় এবং প্রচণ্ড আবেগময় স্মৃতি হিসেবে বিবেচিত হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। জেনে নিন এমনই কিছু মুহূর্তের কথা।

১. চুম্বন — রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ ধার করে সকলেরই বলতে ইচ্ছে করে জন ডানের সেই অমোঘ পঙক্তি ‘প্লিজ হোল্ড ইয়োর টাঙ্গ এন্ড লেট মি লাভ’। অবশেষে যখন সেই মুহূর্ত আসে, তখন তা হয়ে ওঠে স্বর্গীয়।

 

২. একা বাড়িতে রাত কাটানো — একদম একা। আর কেউ নেই বাড়িতে। প্রথমবার এমন হলে ভয় মেশানো এক রোমাঞ্চ কাজ করে মনের ভিতর। পাশাপাশি, মনে হতে থাকে, ‘এতদিনে সত্যিকারের বড় হলাম’। 

 

৩. বেতন — টিউশনি হোক বা চাকরি, প্রথমবার রোজগারের টাকা হাতে পেলে মন আর্দ্র হয় না কার! পরে যতই বাড়ুক, প্রথম মাইনের ‘মূল্য’কে কখনই অতিক্রম করতে পারে না। 

 

৪. বন্ধুদের সঙ্গে ট্রিপ — বাড়ির সঙ্গে ঘুরতে যাওয়া মানেই নিয়ম কানুনের বেড়াজাল। কিন্তু বন্ধুরা একসঙ্গে প্রথমবার বেরিয়ে পড়লে মনে হয় ‘মেজাজটাই যে আসল রাজা’। সেই স্বাধীনতার স্বাদ কখনই মুছে যাওয়ার নয়। 

 

৫. চিঠি পাওয়া — কাঁপা কাঁপা মনে লেখা চিঠি। যে সে চিঠি নয়, প্রেমপত্র। কালিদাসের ‘মেঘদূত’ হয়ে যা আজও চিরকালীন। হয়তো কাগজের জায়গা নিতে পারে ভার্চুয়াল শূন্যতা। তবে প্রথম চিঠি পাওয়ার রোমাঞ্চ কেউ ভোলে না।  

 

৬. বোর্ডের পরীক্ষা দেওয়ার অনূভূতি — মাধ্যমিক বা সমতুল পরীক্ষার সময়েই প্রথমবার অন্য স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার অভিজ্ঞতা হয়। কে ভুলবে অচেনা স্কুলের সেই ব্ল্যাক বোর্ড আর হাই বেঞ্চকে।  

 

৭. বেড়াতে যাওয়া — নিজের চেনা চৌহদ্দির বাইরে প্রথম পা রাখার কথাই বা কে ভুলতে পারে। হতে পারে সমুদ্রের বিশালতা বা পাহাড়ের নৈঃশব্দ্য— যেটাই হোক প্রথমবার বেড়াতে যাওয়া কেউ ভোলে না। 

 

৮. সিগারেট খাওয়া — কিশোর কুমারের গানে ‘শ্বেত পরী’ বলে যাকে জেনেছে বাঙালি, বিধিবদ্ধ সতর্কীকরণকে উপেক্ষা করে ‘বড়’ হয়ে যাওয়ার প্রমাণ দিতে বন্ধুদের সামনে অনেকেই সেই সিগারেটকে ঠোঁটের ডগায় স্থান দিয়েছে।  

 

৯. প্রেমে প্রত্যাখ্যান — বঙ্কিমচন্দ্রের সেই অমর উক্তি ‘বাল্যপ্রেমে অভিশাপ আছে’ কে না জানে। তবে শুধু বাল্যকালই নয় যেকোনও বয়সেই প্রত্যাখ্যানের জ্বালা সইতে হতে পারে। কিন্তু প্রথমবার সেই জ্বালা যে তীব্রতর তা নিয়ে তর্ক হবে না।

 

১০. সাঁতার — জলের ভয় কাটিয়ে প্রথম যেদিন বন্ধুত্ব হয় নাব্যতার সঙ্গে, সেদিন নিজেকে সত্যিই ‘বড়’ বলে মনে হয়। 

 

গো নিউজ ২৪/ এ আই 
 

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী