ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুরুষ দেখলেই পোশাক খুলে ফেলতেন তিনি!


গো নিউজ২৪ প্রকাশিত: এপ্রিল ১৩, ২০১৭, ০৪:০০ পিএম আপডেট: এপ্রিল ১৩, ২০১৭, ১০:০০ এএম
পুরুষ দেখলেই পোশাক খুলে ফেলতেন তিনি!

আঁখি৷ ডাক্তারদের দেওয়া নামটিই তাঁর একমাত্র পরিচয়৷ আসল নাম কেউ জানে না৷ বাড়ি ভারতের ওড়িশায়৷ কিন্তু ঠিক কোথায় তা আজও মনে করতে পারেননি ওই যুবতী৷ প্রায় পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা৷ পাঞ্জাবি মহিলাদের মতো শরীরের গড়ন৷ ২০১১ সালের ২২ নভেম্বর বন্দর এলাকা থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ পাভলভে নিয়ে এসেছিল৷ দীর্ঘদিন সেখানে চিকিৎসা চলেছে৷

রোগের জ্বালায় মাঝমধ্যে খবরের শিরোনামে এসেছেন৷ ডাক্তার-নার্স-সাফাইকর্মী অনেকেই ‘শো-কজ’-এর চিঠি পেয়েছেন তাঁর পোশাক-খোলা উপসর্গের ঠ্যালায়৷ ফিমেল ওয়ার্ডে কোনও পুরুষ এলেই জামাকাপড় খুলে ফেলতেন আঁখি৷ অপ্রস্তুত হয়ে পড়তেন চিকিৎসকরা৷ বাধা দিতে গেলে ধস্তাধস্তি শুরু হয়ে যেত৷ আঁখির জন্য সাসপেন্ড হতে হয় পাভলভের তৎকালীন সুপার সুবোধরঞ্জন বিশ্বাস-সহ তিন আধিকারিককে৷ কেউ ভাবেনি এই মেয়েই একদিন সুস্থ হয়ে রোজগেরে হবে৷ তৈরি করবে নজির৷ ‘আইওপি’-র অধিকর্তা ডা. প্রদীপ সাহা থেকে ‘সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক’ বিভাগের প্রধান ইলোরা পারিখ, পরিতৃপ্তির হাসি সবার মুখে৷ প্রদীপবাবুর কথায়, “পাভলভ থেকে যখন আঁখিকে আইওপি-তে নিয়ে আসা হয়েছিল তখন ভাবিনি যে ওকে সুস্থ করিয়ে কাজ করার উপযুক্ত করে তুলতে পারব৷ সবার চেষ্টায় এই অসাধ্য সাধন হয়েছে৷”

ঘটনার সূত্রপাত ২০১৫-তে৷ আইওপি পরিদর্শনে এসেছিল সুপ্রিম কোর্ট নিযুক্ত উচ্চপর্যায়ের কমিটি৷ যার চেয়ারপার্সন ছিলেন ধরিত্রী পন্ডা৷ পরিদর্শনের সময় আঁখিকে চোখে পড়ে ধরিত্রীদেবীর৷ তখনই আঁখির পুনর্বাসনের জন্য তৎকালীন স্বাস্থ্যসচিব মলয় দে ও স্বাস্থ্য অধিকর্তা ডা. বিশ্বরঞ্জন শতপথীকে সনির্বন্ধ অনুরোধ জানান৷ “সেই অনুরোধ মেনেই আঁখির জন্য কাজ খুঁজতে শুরু করি আমরা”,বলেন প্রদীপবাবু৷ কৃষ্ণনগরে ‘পঙ্কজ আচার্য মহিলা নিবাস সমিতি’ নামে একটি হোমের সন্ধান মেলে৷ সম্প্রতি আঁখিকে হোমে পাঠানো হয়৷ তিনি এখন মন দিয়ে কাজ করছেন ওই হোমে৷-সংবাদ প্রতিদিন

গো নিউজ২৪/এএইচ

ওমেন`স কর্নার বিভাগের আরো খবর
আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!