ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পানামা পেপারস কেলেঙ্কারি: রেহাই পেলেন নওয়াজ শরীফ


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৭, ০৫:৫৫ পিএম আপডেট: এপ্রিল ২০, ২০১৭, ১১:৫৬ এএম
পানামা পেপারস কেলেঙ্কারি: রেহাই পেলেন নওয়াজ শরীফ

গত বছরের বহুল আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় হওয়া মামলা থেকে কোনো মতে রেহাই পেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। 

সুপ্রিম কোর্টের বিচারকদের বিভক্ত রায়ের ফলেই তিনি কেলেঙ্কারি মামলা থেকে বেঁচে গিয়েছেন বলে জানায় দেশটির মিডিয়া দ্য ডন।

সুপ্রিম কোর্টের বিচারকদের এই রায়ে কার্যত উল্লাস প্রকাশ করেছে দেশটির ক্ষমতাসীন দল। তবে নওয়াজ শরীফের পরিবারের বিরুদ্ধে আনীত অর্থ পাচার মামলার অভিযোগ খতিয়ে দেখতে একটি ‘যৌথ তদন্ত কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পাকিস্তানে রাজনীতিবিদ ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), জামাত-ই-ইসলামী, ওয়াতান পার্টি ও অল পাকিস্তান মুসলিম লীগ সম্মিলিতভাবে সুপ্রিম কোর্টে ওই মামলাটি দায়ের করেছিলেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসিফ সাঈদ খোসা, বিচারক গুলজার আহমেদ, বিচারক ইজাজ আফজাল খান, বিচারক আজমত সাঈদ এবং বিচারক ইজাজুল আহসানের গঠিত বেঞ্চ এই বিভক্ত রায় ঘোষণা করেন।

এদিকে ২০১৮ সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই বিভক্ত রায় ঘোষণার ফলে আপাতত স্বস্তি ফিরে এসেছে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগে। যদিও রায়ের আগেই নওয়াজ শরীফের মেয়ে মারিয়াম নওয়াজ বলেছিলেন যে, তার বাবা আদালতের এই রায় নিয়ে উদ্বিগ্ন নয়।

গত বছর পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় নওয়াজ শরীফ ও তার পরিবারের সংশ্লিষ্টতা ফাঁস হলে গোটা দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। তখন দেশটির বিরোধী দলগুলো প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে আন্দোলন করেছিল। কিন্তু সেই আন্দোলন পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায়। কথা ছিল, আদালত থেকে যদি নওয়াজকে দোষি সাব্যস্ত করে তবে তাকে প্রধানমন্ত্রীত্ব ছাড়তে হবে।

গোনিউজ২৪/এম

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও