ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন ভ্যাট আইন কিছুটা সংশোধন করা হবে: অর্থমন্ত্রী


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: মে ১০, ২০১৭, ০৪:০৯ পিএম আপডেট: মে ১০, ২০১৭, ১০:০৯ এএম
নতুন ভ্যাট আইন কিছুটা সংশোধন করা হবে: অর্থমন্ত্রী

নতুন ভ্যাট আইন কিছুটা সংশোধন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী জুলাই মাস থেকে নতুন এই ভ্যাট বা মূল্য সংযোজন কর (মূসক) আইন কার্যকর হওয়ার কথা রয়েছে।

বাজেটে ভ্যাট আইনে পরিবর্তন আসতে পারে, ভ্যাট হার কমানো, সম্পূরক শুল্ক বহাল বিষয়ে গণমাধ্যমে খবর এসেছে এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘বাজেটে শুনবেন। এর আগে বলবো কেন?’
ব্যবসায়ীরা ভ্যাট হার ৩ থেকে ৫ শতাংশ রাখার জন্য বলছে, এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘রাবিশ। মাই ওনলি কমেন্ট ওন দিস প্রোপোজাল ইজ রাবিশ।’

আপনি এর আগে ভ্যাট হার কম্পোট্যাবল করা হবে বলে চিন্তা করছে এমন বলেছেন, এর জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ। দ্যাটস অল রাইটস। সেটাই যথেষ্ট। তবে হার কত হবে বলতে পারবো না। সেটা বাজেটে বলবো।’
তিনি বলেছেন, ব্যবসায়ীদের জন্য ভ্যাট আইনে একটি স্বস্তিদায়ক হার নির্ধারণ করা হবে।

আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) মূসক অনলাইন প্রকল্পের হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। আসছে বাজেটেই মূসক আইনে যা কিছু আছে, তা খোলাসা হবে বলেই জানান তিনি।
অনুষ্ঠানে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলতি মাসেই আগামী অর্থবছরের (২০১৭-১৮) বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। সেই হিসেবে আগামী ১ জুলাই থেকে নতুন মূসক আইন বাস্তবায়িত হওয়ার কথা আছে।

 

গো নিউজ২৪/জা আ 

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?