ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার’ পেলেন কথাশিল্পী সেলিনা হোসেন


গো নিউজ২৪ | গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৭, ০৮:৪৯ পিএম
‘দেশ  পাণ্ডুলিপি পুরস্কার’ পেলেন কথাশিল্পী সেলিনা হোসেন

ঢাকা: দেশ পাবলিকেশন্সের কার্যালয়ে ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৬’ ঘোষণা করা হয়। এ বছর পুরস্কারের জন্য বিভিন্ন শাখায় মনোনীত হয়েছেন ছয় গুণীজন। 

শিশুসাহিত্যে বিশিষ্ট কথাশিল্পী সেলিনা হোসেন (নদীর পাড়ের মেয়েটি), নাটকে ড. মুকিদ চৌধুরী (পঞ্চপুরাণ), প্রবন্ধে ড. মাসুদুল হক (নব্বইয়ের কবিতা: পাঠ ও মূল্যায়ন), কথাসাহিত্যে ফারজানা মিতু (শুধু তোমারেই জানি), কবিতায় মাজেদুল হক (জন্মান্ধ বেদনার ক্যানভাস) ও বিশেষ তরুণ পাণ্ডুলিপিতে সাজ্জাদ হোসেন শিহাব (ধূপছায়া)। 

দেশ পাণ্ডুলিপি পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে দেশ পাবলিকেশন্সের পক্ষে অচিন্ত্য চয়ন বলেন, “চেতনায় ঐতিহ্য’ স্লোগানকে ধারণ করে পথ চলা শুরু করে দেশ পাবলিকেশন্স। ইতোমধ্যে প্রকাশনা শিল্পে পাণ্ডুলিপির নান্দনিত পরিচর্যায় একটি স্বতন্ত্রধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করে যাচ্ছেন, তাদের সহযাত্রী হতে আমাদের এ প্রয়াস। আগামী মার্চে দেশ সাহিত্য উৎসবে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।”
 
উল্লেখ্য, পুরস্কারের জন্য গত বছরের অক্টোবরে পাণ্ডুলিপি আহ্বান করা হয়। এ আহ্বানে দুই শতাধিক পাণ্ডুলিপি জমা পড়ে আমাদের দপ্তরে। এর ভেতর থেকে জুরিবোর্ডের মাধ্যমে ছয়জনকে মনোনীত করা হয়। 
আগামী মার্চে ‘দেশ সাহিত্য উৎসব ২০১৭’তে আনুষ্ঠানিকভাবে মনোনীতদের পুরস্কার দেয়া হবে। মনোনীত বইগুলো একুশে গ্রন্থমেলায় ৫০২-৫০৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

গোনিউজ২৪/এম
 

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস