ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তোমরা অস্ত্র কেন


গো নিউজ২৪ | মামুন উদ্দীন প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৭, ০৭:১০ পিএম
তোমরা অস্ত্র কেন

তোমরা অস্ত্র কেন

---মামুন উদ্দীন

তোমাদের তেল আছে
অঢেল তেল,
তেলে চলে তেলেসমাতি কারবার
তৈলাক্ত তেলে তেলামি কর,
তেল বিকিয়ে অস্ত্র কেন।

তেল বিকিয়ে অস্ত্র কেন
হরেক রকম অস্ত্র, মারণাস্ত্র
যুদ্ধ করতে হবে,
ইরাক, লিবিয়া, সিরিয়ায় যুদ্ধ
ইরান, কাতারের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ,
তাই, তেল বিকিয়ে অস্ত্র কেন।

তোমাদের তেল আছে
অঢেল ঐশ্বর্য আছে,
ঐশ্বর্যে সুর, সুরা, সুরাইয়া সবই মেলে
পাশ্চাত্যের ধবধবে সাদা নারী
তাই তেল বিকিয়ে ঐশ্বর্য আন।

আজ থেকে সাড়ে চৌদ্দশ বছর পূর্বে
অর্ধ পৃথিবীর শাসক ছিলেন উমর,
কর্মগুণে তিনি এখনো অক্ষয়, চির অম্লান, অমর।
সেই সে জাতি, মুসলিম জাতি
তোমরা এখন কেউ বাদশা, কেউ যুবরাজ
মূলে কর্ম নয়; জ্বালানি সেই তেল।

স্রষ্টা তোমাদের কুরআন দিয়েছেন
সাথে দিয়েছেন অঢেল সম্পদ তেল
ভেবে দেখ,
নিচ্ছ কি তোমরা 
মানবজাতির জীবনবাণী কুরআন 
নাকি রং তামাসার বহুরূপী তেল?

মানবতা, মানবশিশু গুমরে কাঁদছে
ফিলিস্তিন, কাশ্মির নাফ নদীর পাড়ে
তোমরা শায়েস্তা কর কাতার, ইরান
অস্ত্র কেন, যুদ্ধ কর, রঙ্গ কর
এ যেন এ দেশীয় ছাত্র সংঘটনের অভ্যন্তরীণ কোন্দল।

স্বার্থের টানে মোদি-জিনপিং-সুচি 
সব হয়ে যায় এক
আমরা হলাম সেই সে জাতি
আল-জাজিরা বন্ধ কর, এটা কর, ওটা কর
না-হলে মোর গায়ের জোরে কী করি একবার চেয়ে দেখ্।

মানবাত্মা কাঁদছে এখন
মানবাত্মা হাসবে তখন, করবে ভ্রুকুটি
এ জনমে বাদই দিলাম
পরজনমে হবে বিচার 
শুধু হন্তারক নয়; রঙ্গ করা, ঝিমিয়ে থাকা ওহে সকল মানব! তোদেরও।


মো. মামুন উদ্দীন
প্রভাষক

জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস