ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকাকে নিয়ে ভাবছেই না কুমিল্লা!


গো নিউজ২৪ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৭, ১০:২৪ পিএম
ঢাকাকে নিয়ে ভাবছেই না কুমিল্লা!

বিপিএল শেষ হতে আর মাত্র ৪ ম্যাচ বাকি।  একটি দল প্লেয়ার্স ড্রাফটের পর থেকেই কাগজে-কলমে শক্তিশালী, অন্যটি ব্যাট-বলের লড়াই মাঠে গড়ানোর পর শক্তির জায়গাটা দেখিয়ে চলেছে ক্রমাগত। প্রথম দলটি গ্রুপপর্বে ১২ ম্যাচের ৯টিতে জিতে আসা কুমিল্লা, দ্বিতীয়টি ৭ জয়ের দেখা পাওয়া ঢাকা। লিগপর্বে দুবারের দেখায় আবার ঢাকাকে সহজেই হারিয়েছে কুমিল্লা। কোয়ালিফায়ারের আগে সেজন্যই হয়ত প্রতিপক্ষ নিয়ে অতশত ভাবছেন না কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউaদ্দিন।

বিপিএলের পঞ্চম আসরের আসল লড়াই শুরু হচ্ছে শুক্রবার। সন্ধ্যা ৭টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে সাকিবের ঢাকা ও তামিমের কুমিল্লা। ম্যাচের আগেরদিন বিকেলে একাডেমি মাঠে অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল সালাউদ্দিনকে। কোয়ালিফায়ারের ম্যাচটা কাদের সঙ্গে সেটিই মনে করতে পারছিলেন না তামিমদের কোচ!

‘আমি তো জানি না কাল কাদের সাথে খেলছি! হয়ত ঢাকার সঙ্গে খেলা। প্রতিপক্ষ নিয়ে খুব একটা চিন্তা করছি না। বিপিএলের সাতটা দলই আসলে শক্ত প্রতিপক্ষ ছিল। এখানে কাউকেই আলাদা করে দেখার বিষয় নেই।’

প্রতিবারই শক্তিশালী দল গড়ে আসছে ঢাকা ডায়নামাইটস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার শক্তি আরও বাড়িয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তো আছেনই, সঙ্গে সাঙ্গাকারা, নারিন, লুইস, আফ্রিদি, পোলার্ড, আমিরের মতো বিদেশি পারফর্মাররা। আছেন মোসাদ্দেক, আবু হায়দারের মত দেশি তারকারা। এমন দল গড়ে সবার সমীহ পেলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ প্রতিপক্ষকে নিয়ে জটিলরেখায় ভাবছেন না।

লিগপর্বের সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলবে কুমিল্লা। ঢাকা দুইয়ে ৭ জয় আর বৃষ্টিতে পাওয়া ১ পয়েন্ট মিলিয়ে ১৫ নিয়ে। খুলনা টাইটানস সমান ১৫ পয়েন্ট পেলেও রানরেটে ঢাকা এগিয়ে। শুক্রবারই দুপুর ২টায় এলিমিনেটরের ম্যাচে মুখোমুখি হবে খুলনা ও রংপুর রাইডার্স।

প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও কুমিল্লা ও ঢাকার সামনে থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালের টিকিট কাটার সুযোগ। তখন প্রতিপক্ষ হবে এলিমিনেটরের জয়ী দল। রোববার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আক্ষরিক অর্থে যেটি অঘোষিত সেমিফাইনাল।

সালাউদ্দিন অবশ্য রোববার পর্যন্ত অপেক্ষা করতে চান না। শুক্রবারের ম্যাচকেই ফাইনালে ওঠার মঞ্চ বানাতে চান। দ্বিতীয় সুযোগের কথা মাথাতেই আনছে না, ‘আমরা ভাবছি সামনে একটা ম্যাচই আছে, ওই ম্যাচ হারলে বাদ পড়ে যাব।’

শের-ই-বাংলার উইকেটে অসমান বাউন্স ও বল ধীরে ব্যাটে আসায় কিছুটা চিন্তায় ব্যাটিং শক্তির দলগুলো। তবে কঠিন উইকেটে দলের অধিনায়ক অভিজ্ঞ তামিম ইকবালের উপরই ভরসা রাখছেন কোচ।

‘তামিমের এই উইকেটে আরও ভাল খেলার সুযোগ আছে। এ ধরনের উইকেটে ও আগেও ভাল ভাল ইনিংস খেলেছে। বিশেষ করে দুইটা টেস্ট জিতিয়েছে। আশা করব তামিম আবারও এমন উইকেটে ভাল করে দেখাবে তার স্কিল লেভেল কতটা ভাল।’ 

সংবাদপত্রের পাতা থেকে বিভাগের আরো খবর
ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে