ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাবি প্রশাসনিক ভবনে বোমা মারার হুমকি


গো নিউজ২৪ | জাবি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৭, ০২:৫৬ পিএম আপডেট: নভেম্বর ১০, ২০১৭, ০৮:৫৮ এএম
জাবি প্রশাসনিক ভবনে বোমা মারার হুমকি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে একটি টাইপ করা উড়ো চিঠির মাধ্যমে হুমকি দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা এমন তথ্য জানিয়েছেন। 

তারা জানান, বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে এ চিঠি পাওয়া যায়। পরে এ ঘটনায় শুক্রবার সকালে আশুলিয়া থানা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানান, ‘একটি টাইপ করা উড়ো চিঠির মাধ্যমে বলা হয়েছে আগামী ৫ থেকে ৯ তারিখের মধ্যে প্রশাসনে রদবদল না করলে বোমা মেরে রেজিস্ট্রার ভবন উড়িয়ে দেয়া হবে।’

রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘একটি চিঠির মাধ্যমে হুমকি দেয়া হয়েছে। আমরা আশুলিয়া থানায় একটি জিডি করেছি। তবে এ ব্যাপারে এখনই কথা বলতে চাচ্ছিনা।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়ালের কাছে জিডি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না। এখন মিটিংয়ে আছি বলে ফোন কেটে দেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘চিঠিতে বলা হয়েছে আমার প্রশাসনিক কার্যক্রম ভালো না। প্রশাসনকে ৫-৯ তারিখের মধ্যে ঢেলে সাজাতে হবে। নইলে বোমা দিয়ে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন উড়িয়ে দেয়া হবে।’

তিনি বলেন, ‘চিঠিতে আরও বলা আছে- আমাদের অজ্ঞাতেই ওই দু’টি ভবনে টাইম বোমা ফিট করা হয়েছে। চিঠি পাওয়ার পরপরই আমরা পুলিশকে জানিয়েছি। জিডি করেছি। পুলিশ ভবন দু’টি তল্লাশি করার কথা জানিয়েছে।’

গোনিউজ২৪/কেআর

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল