ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে খেলবে যে ১৬ দল


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৭, ১২:২২ পিএম
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে খেলবে যে ১৬ দল

চ্যাম্পিয়ন্স লিগের ২০১৭-১৮ মৌসুমের জন্য আগে নিশ্চিত হয়েছিল ১২ দল। আর গতকাল বুধবার যোগ হল আর চার দল। সব মিলিয়ে লিগে নকআউট পর্বের শেষ ষোলো দল নিশ্চিত হয়ে গেছে।  বুধবার লিভারপুলের সঙ্গে নকআউটে যাওয়া অন্য তিন দল সেভিয়া, শাখতার এবং এফসি পোর্তো।

আগের ১২ দল বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, রোমা, পিএসজি, টটেনহ্যাম, বেসিকতাস, চেলসি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এফসি বাসেল ও জুভেন্টাস।

ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই টুর্নামেন্টে বিভিন্ন দেশ থেকে ৩২টি দল অংশ নেয়। নকআউট পর্বে কে কার প্রতিপক্ষ, সেটি এখনো নিশ্চিত হয়নি। ১১ ডিসেম্বর ড্রয়ের মাধ্যমে দলগুলোর প্রতিপক্ষ নির্ধারিত হবে।

যেভাবে হবে ড্র
পটে ১’এ থাকবে আটটি দল। ক্লাবের র‌্যাঙ্কিং গুণাঙ্কয়ের মাধ্যমে এটি নির্ধারিত হয়।

পট ১: ম্যানচেস্টার ইউনাইটেড (১৪), পিএসজি (৬), রোমা (৩০), বার্সেলোনা (৩), লিভারপুল (৩২), ম্যানচেস্টার সিটি (৮), বেসিকতাস (২৮),  টটেনহ্যাম (২১),

পট ২: বাসেল (২০), বায়ার্ন মিউনিখ (৪) চেলসি (১৫), জুভেন্টাস (৫), সেভিয়া (৭), শাখতার (১৬), পোর্তো (১২), রিয়াল মাদ্রিদ (১)।

ড্রয়ের নিয়ম
একই গ্রুপের দুই দল কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত একে অপরের বিপক্ষে খেলবে না। একইভাবে একই ঘরোয়া লিগের দুই দল শেষ আটের আগে একে অপরের মুখোমুখি হবে না।

যেমন চেলসি আর রোমা শেষ ষোলোতে মুখোমুখি হবে না। কারণ তারা প্রথম রাউন্ডে একই গ্রুপ ‘সি’তে ছিল। একইভাবে চেলসি কোনো ইংলিশ ক্লাবের বিপক্ষে এই পর্বে মাঠে নামবে না।

কার প্রতিপক্ষ কে হতে পারে?
গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ হতে পারে বায়ার্ন মিউনিখ / জুভেন্টাস/ সেভিয়া/ শাখতার/ পোর্তো/ রিয়াল মাদ্রিদ।

গ্রুপ ‘সি’র দ্বিতীয় দল চেলসি খেলবে পিএসজি, বার্সোলোনা অথবা বেসিকতাসের বিপক্ষে।

গ্রুপ ‘ই’ এর শীর্ষ দল লিভারপুল খেলবে বাসেল, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, শাখতার, পোর্তো অথবা রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

এফ গ্রুফের সেরা দল ম্যানসিটি খেলবে বাসেল, বায়ার্ন, জুভেন্টাস, সেভিয়া, পোর্তো অথবা রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

এইচ গ্রুপের সেরা দল টটেনহ্যাম খেলবে বাসেল, বায়ার্ন, জুভেন্টাস, সেভিয়া, শাখতার অথবা পোর্তোর বিপক্ষে।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ