ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুলের সাজে ভিন্নতা


গো নিউজ২৪ প্রকাশিত: অক্টোবর ২৯, ২০১৬, ০৯:৪৯ পিএম
চুলের সাজে ভিন্নতা

পোশাকের সঙ্গে মানিয়ে চুলের সাজও হওয়া চাই স্টাইলিশ ও আরামদায়ক। রূপ বিশেষজ্ঞ কাজী কামরুল ইসলামের মতে, দিনের বেলায় চুল ছেড়ে না রাখাই ভালো। পশ্চিমা ঘরানার পোশাকের সঙ্গে উঁচু করে করা যেতে পারে কোনো ঝুঁটি বা খোঁপা। আর সালোয়ার-কামিজের সঙ্গে একটু ভিন্ন ঢঙে বেণি করে নিতে পারেন। এক পাশে বেণি করে অন্য প্রান্তে ক্লিপ ও কাঁটা দিয়ে বেঁধে নিলেও সুন্দর দেখাবে।
রাতে শাড়ি পরলে একটু ব্লো ড্রাই করে পিঠের ওপর চুল ছেড়ে রাখতে পারেন। এক পাশে এনে রাখলেও মন্দ লাগবে না। সম্ভব হলে চুলের নিচের অংশ কোঁকড়া করে নিতে পারেন।
 কোনো যন্ত্র ছাড়াই চুল কোঁকড়া করার একটি ভালো উপায় দেওয়া হলোঃ 

১. সামনের চুলগুলো টুইস্ট করে পেছনে উঁচু করে এলোমেলো বা মেসি খোঁপা করা যেতে পারে।
২. চুল হালকা ওয়েভি করে মাঝখানে সিঁথি করে রাখতে পারেন। এই চুলের সাজ সব পোশাকের সঙ্গেই মানিয়ে যাবে।
৩. চুল সামনের দিকে ব্যাক ব্রাশ করে পেছনে উঁচু করে লম্বা একটি ঝুঁটি করে নিতে পারেন।
৪. ছোট করে ছাঁটা চুল এক পাশে সিঁথি করে শুধু স্ট্রেটনার দিয়ে সোজা করে বা ব্লো ড্রাই করে ছেড়ে রাখলেও সুন্দর দেখাবে।
৫. লম্বা চুল ওয়েভি করে নিচে কোঁকড়া করে নিন। এরপর চুলগুলো ভেতরের দিকে ঢুকিয়ে ক্লিপ দিয়ে আটকে নিন।
৬. উঁচু করে দুই পাশে দুটি খোঁপা করে নিলে সালোয়ার-কামিজ ও ফিউশন ঢঙের পোশাকের সঙ্গে স্টাইলিশ দেখাবে।

 

 

 

 

গো নিউজ ২৪/এ এম 

ওমেন`স কর্নার বিভাগের আরো খবর
আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!