ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিকিৎসার নামে কিডনি বের করে নিয়ে শিশুকে হত্যা!


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর প্রকাশিত: জুলাই ১২, ২০১৭, ০৬:০৩ পিএম আপডেট: জুলাই ১২, ২০১৭, ১২:৩১ পিএম
চিকিৎসার নামে কিডনি বের করে নিয়ে শিশুকে হত্যা!

রংপুর: দালালের খপ্পড়ে পড়ে আপার অ্যাবডোমিনাল হার্নিয়া অপারেশন করাতে এসে চিকিৎসকের ভুল চিকিৎসায় মিন্তাজ জাহান মেধা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে নিহতের স্বজনদের অভিযোগ মেধার দুই কিডনি বের করে তাকে হত্যা করেছে চিকিৎসকরা। 

মঙ্গলবার (১১ জুলাই) রাতে রংপুর মহানগরীর ইসলামবাগ আরকে রোডের ভিআইপি জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের নার্স ও আয়াসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। 

কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিহত মেধা রংপুরের মিঠাপুকুর উপজেলার ১২নং ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মাহমুদুল হাসানের মেয়ে। মাহমুদুল হাসান জানান, মেধার হার্নিয়ার ব্যথার কথা শুনে তার এলাকার তুষার নামে রংপুরের প্রাইম মেডিকেল কলেজের এক ছাত্র অপারেশন করার জন্য পরামর্শ দেন। এরপর তুষারের সহযোগিতায় সোমবার (১০ জুলাই) রাতে ভিআইপি জেনারেল হসপিটালে মেধাকে ভর্তি করা হয়। পরেরদিন রাত ১০টায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এর প্রায় আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও ওটির ভিতর থেকে কেউ বাইরে না আসায় মেধার মা অপারেশন থিয়েটারের ভিতরে প্রবেশ করতে চান। এসময় তুষার ও একজন নার্স মেধাকে দ্রুত মেডিকেলে নেয়ার জন্য পরামর্শ দেন। 

এ ঘটনার পর পরই মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিরন্ময় কুমার, বিপ্লব, তুষারসহ অন্যরা পালিয়ে যান। এছাড়া পালিয়েছেন হসপিটালটির মালিক লিটন রায়ও। 

এদিকে খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

মেধার মা পারভীন বেগম অভিযোগ করেন, ‘হার্নিয়া অপারেশনের নামে মেধার দুই কিডনি বের করে তাকে হত্যা করেছে চিকিৎসকরা।’

বুধবার সকালে হাসপাতালে গিয়ে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। তবে সালেহা বেগম নামে এক নার্স জানান, মেধার শরীর থেকে কিডনি বের করার কথা তিনি জানেন না। শিশুটিকে হার্নিয়া অপারেশনের জন্য ভর্তি করা হয়েছিল বলে শুনেছেন তিনি।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। ক্লিনিকের মালিকসহ অন্যান্যদের সন্ধান করা হচ্ছে।

গো নিউজ২৪/এমবি


 

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়