ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গরমে অতিরিক্ত চা পান ভালো না খারাপ?


গো নিউজ২৪ | স্বাস্থ্য প্রকাশিত: মে ২৫, ২০১৭, ০৫:০৬ পিএম আপডেট: মে ২৫, ২০১৭, ১১:০৬ এএম
গরমে অতিরিক্ত চা পান ভালো না খারাপ?

দিনে কয় কাপ চা খাও? গরমের দিনে চা খোরদের এমন প্রশ্ন প্রায়ই শুনতে হয়। আমরা এই তর্কে না গিয়ে বরং বৈজ্ঞানিকভাবে বিষয়টির মীমাংসা করি। তাহলেই বোঝা যাবে একজন মানুষকে শীত কিংবা গ্রীষ্মে কেন এক কাপ হলেও চা পান করা উচিত। 

চা পানে শরীর ঠাণ্ডা হয়

এক গবেষণায় জানা গেছে যে সাধারণত চাপ্রেমীরা গ্রীষ্মপ্রধান কিংবা মরুভূমি জাতীয় অঞ্চলের মানুষ হয়ে থাকেন। তাই গরমকালে চা পান বন্ধ করে দেওয়া মোটেও উচিত নয়। কারণ, চা আপনাকে ঠাণ্ডা থাকতে সাহায্য করে। ২০১২ সালে ওলি জয় দ্বারা প্রকাশিত একটি থিসিসে প্রকাশ পায় যে, ঠাণ্ডা পানীয় খেলে শরীরের যে পরিমাণ তাপমাত্রা কমে, গরম পানীয় খেলে তার চাইতে অধিক পরিমাণে কমে। একজন মানুষ চা খাওয়ার পর তার শরীরে অধিক তাপমাত্রা জন্ম নেয়। এতে করে সে বেশি ঘামে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। এজন্যই গরমের সময়েও চা গুরুত্বপূর্ণ।

বরফ শরীরের তাপমাত্রা বাড়ায়

ওলি জয়ের আরেকটি গবেষণায় প্রকাশিত হয়েছে যে অতিরিক্ত ঠান্ডা কিংবা বরফ খেলে আপনার শরীরের তাপমাত্রা বেড়ে যাবে। ঘাম হওয়া কমে যাবে এবং শরীর থেকে প্রয়োজনীয় ঘাম নিঃসৃত হতে পারবে না। এক্ষেত্রে শরীর দুর্বল ও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।

সুতরাং, চা-প্রেমীরা চা খেতে পারেন নিশ্চিন্তে। তবে মনে রাখবেন, সেই সাথে প্রচুর পরিমাণে পানি খেতে হবে আপনাকে। তবেই আপনি এই গরমের মধ্যেও থাকবেন সুস্থ ও সুন্দর।-ফেমিনা 
গো নিউজ২৪/এআর
 

স্বাস্থ্য বিভাগের আরো খবর
করোনা নিয়ে হঠাৎ বড় দুঃসংবাদ

করোনা নিয়ে হঠাৎ বড় দুঃসংবাদ

দেশে এইডস রোগী বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছেন সমকামীরা

দেশে এইডস রোগী বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছেন সমকামীরা

বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারানোর পথে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি

বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারানোর পথে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি

বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

মশা নিধন যাদের দায়িত্ব, তাদের তা সঠিকভাবে পালন করতে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

মশা নিধন যাদের দায়িত্ব, তাদের তা সঠিকভাবে পালন করতে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

ইউটিউব দেখে ফিজিওথেরাপি সেন্টার!

ইউটিউব দেখে ফিজিওথেরাপি সেন্টার!