ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

কোপার ঘটনাবহুল গ্রুপ পর্ব


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০১৬, ০৮:৫০ এএম
কোপার ঘটনাবহুল গ্রুপ পর্ব

শতবার্ষিকী কোপা আমেরিকা গ্রুপ পর্বের দৌড় পেরিয়ে নকআউট পর্বে পৌঁছেছে । কোয়ার্টার ফাইনাল শুরু থেকে এ পর্যন্ত সময়টা বেশ ঘটনাবহুল ছিলো এই টুর্নামেন্টের—


মেক্সিকোর কাছে ৩-১ গোলের হার দিয়ে এবারের কোপা আমেরিকা শুরু হয়েছিল উরুগুয়ের। পরের ম্যাচে ভেনেজুয়েলার কাছে ১-০ গোলের হার গ্রুপ পর্ব থেকেই উরুগুয়ের বিদায় নিশ্চিত করে দেয়। কোপার ইতিহাসের সফলতম দলটি এর আগে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ১৯৯৭ সালে। ১৯ বছর পর উরুগুয়ে বিদায় নিলো প্রথম পর্ব থেকে।

 

শেষ ম্যাচে জ্যামাইকার বিপক্ষে সান্ত্বনার জয় পেলেও এরই মধ্যে প্রশ্ন উঠে গেছে উরুগুয়ের কোচ অস্কার তাবারেজের থাকা-না থাকা নিয়ে।

 

এবার ব্রাজিল বড় লজ্জা নিয়ে ফিরেছে। প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে হাইতির বিপক্ষে ৭-১ গোলের জয় আশা জাগিয়ে তুলেছিল ব্রাজিলের। কিন্তু শেষ ম্যাচে পেরুর রাউল রুইদিয়াজের বিতর্কিত হ্যান্ডবল গোলে টুর্নামেন্ট থেকে বিদায়-ঘণ্টা বাজল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ২৯ বছর পর এই প্রথম কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ব্রাজিল। আর চাকরি হাড়ালেন কোচ কার্লোস দুঙ্গা।

 


চিলির বিপক্ষে প্রথম ম্যাচটা খেলতে পারেননি, পানামার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও একাদশে ছিলেন না। তবে মাঠে নামলেন ৬১ মিনিটে। মেসির ১৯ মিনিটের জাদু ছিলো সেদিন উজ্জ্বল। ৬৮ মিনিটে হিগুয়েইনের পাস থেকে প্রথম গোল, ৭৮ মিনিটে ডি-বক্সের একটু বাইরে থেকে বাঁ পায়ের অসাধারণ বাঁকানো ফ্রি-কিকে দ্বিতীয়টি। ৮৭ মিনিটে মার্কোস রোহোর পাস থেকে করলেন তৃতীয় গোলটাও। করলেন হ্যাটট্রিক।

 

গ্রুপ পর্বের টানা তিন ম্যাচে জয়। তিন ম্যাচে আর্জেন্টিনা প্রতিপক্ষের জালে দিয়েছে ১০ গোল। হট ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করে জেরার্ডো মার্টিনোর দল সেই তকমা ধরে রেখেছে দাপটের সঙ্গে কোয়ার্টার ফাইনালে পা রেখে। কোপা আমেরিকার শিরোপার জন্য আর্জেন্টিনার ২৩ বছরের অপেক্ষা কি ফুরাবে এবার?

 

খেলতে চেয়েছিলেন সুয়ারেজ। কিন্তু কোচের দাবি, উরুগুইয়ান স্ট্রাইকার পুরো ফিট ছিলেন না। ভেনেজুয়েলার সঙ্গে বাঁচা-মরার ম্যাচে দল পিছিয়ে থাকা অবস্থায়ও তাঁকে নামাননি কোচ অস্কার তাবারেজ। খেলেননি আসলে একটি ম্যাচেও। শতবার্ষিকী কোপায় সুয়ারেজকে অসহায় দর্শক হয়েই নিতে হলো বিদায়।

 

গো নিউজ২৪/এম/ এস বি

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ