ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কে বেশি মিথ্যা বলে, ছেলেরা নাকি মেয়েরা?


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৪, ২০১৫, ০৭:৩৬ পিএম
কে বেশি মিথ্যা বলে, ছেলেরা নাকি মেয়েরা?

মিথ্যে কথা বলিনা এমন খুব কম মানুষই আছে এই দুনিয়াতে। আমরা যতই ধর্মকে ভয় পেয়ে থাকিনা কেন, যতই ধর্মীয় বই পড়িনা কেন, মিথ্যে আমাদের পিছু ছাড়ে না। সে পরীক্ষার খাতায় কম নম্বর পেয়ে বাবার কাছে বেশি বলাই হোক। ফ্রিজের মধ্য থেকে খাবার চুরি করে খেয়ে আরেকজনের নামে দোষ দেওয়াই হোক। অথবা বড় হওয়ার পর প্রেমিক/প্রেমিকার কাছে হোক। কিংবা বিয়ের পরে স্বামী/স্ত্রীর হোক না কেন, মিথ্যে যেন আমাদের জীবনের একটি অংশ হয়ে দাড়িয়েছে। এখন কাউকে সত্যবাদী বলাটা আমরা ইয়ার্কি-ঠাট্টার সঙ্গেই তুলনা করে থাকি। আসলে আমরা জানি, যে এই পৃথিবীতে সত্যবাদীর আর কোন অস্তিত্ব নেই।
এই সত্য এবং মিথ্যা প্রসঙ্গটা যখন ছেলে এবং মেয়েদের মধ্যে, হয় তখন হয়ে যায় বিতর্ক। আর এই বিতর্ক চলে আসছে যুগ যুগ ধরে। যে কোনও সম্পর্কের বাধনে থাকার সময় মেয়েরা দাবি করে ছেলেরা মিথ্যে বলে, ছেলেরা দাবি করে মেয়েরা মিথ্যে বলে। কিন্তু সত্যিটা যে কে বলছে সেটা কেউই স্বীকার করতে চায় না।
এ নিয়ে বিশেষজ্ঞরা নানা ধরনের পরীক্ষা চালিয়ে একটি ফল পেয়েছেন আর তাতে যা পাওয়া গেছে সেটি হল যে, মেয়েদের চাইতে ছেলেরা বেশি মিথ্যে কথা বলে। ছেলেরা এবং মেয়েরা সাধারনত যে সকল বিষয়ে মিথ্যা বলে সেগুলো আমরা দেখি চলুনঃ
ছেলেঃ
১. আমি খুব বেশি ড্রিঙ্ক করিনি।
২. বান্ধবীর জন্য কোন উপহার কিনে সেটা দেওয়ার সময় ছেলেরা মুখে বলে না না দাম খুব বেশি নয় এটার। আর মনে মনে বলে মানিব্যাগটা খালি হয়ে গেল।
৩. বান্ধবীর সঙ্গে দেখা করতে নিজে অন্য কোথাও সময় নষ্ট করে বান্ধবীকে বলে, জানু আমি ট্রাফিক জ্যামে আটকে আছি। একটু সময় লাগবে।
৪. বান্ধবী অনেক মোটা হলেও তাকে পটানোর জন্য তার মুখে বলে, অনেক রোগা হয়ে গেছ তুমি।
৫. আমি এখনো বুঝে উঠতে পারছিনা, কবে থেকে আমি তোমাকে এতটা ভালোবেসে ফেললাম।
৬. ছেলেরা সব থেকে বড় মিথ্যে কথা যেটি বলে সেটি হল, আমি কখনও মিথ্যে কথা বলি না
৭. বন্ধুদের সাথে চরম আড্ডায় ব্যস্ত, অন্যদিকে বউ ফোন করলে বলে, আমি এখন বস এর সাথে মিটিংএ ব্যস্ত।
৮. ছেলেরা একসঙ্গে কয়েকটি প্রেম পরিচালনা করতে পারে শুধুমাত্র মিথ্যে বলে।
মেয়েঃ
১. অনেক কিছু মনের মধ্যে চললেও মেয়েরা মুখে বলে, আমি একদম ঠিক আছি।
২. আরো একটি মিথ্যে, আমি যাকে এতোদিন ধরে খুঁজছিলাম তুমিই সেই ছেলে ।
৩. মেয়েরা বয়ফ্রেন্ড বা স্বামীকে যে বড় মিথ্যে কথাটি বলে, আমি সকলকে মিথ্যে কথা বলতে পারি কিন্তু তোমাকে মিথ্যে বলার কথা স্বপ্নেও ভাবিনা।
৪. নিজের বয়স এর কথা মেয়ারা কখনো সত্যি বলেনা।
৫. অনেক পুরাতন জামা, কিন্তু নতুন বন্ধুদের কাছে বলে, এইতো সেদিন ওই শপিংমল থেকে কিনলাম
৬. বয়ফ্রেন্ড সাথে থাকলে মেয়েদের পাতলা ব্যাগটাও অনেক ভারি হয়ে ওঠে।
৭. টিভিতে খুবই প্রিয় একটি শো হচ্ছে, এমন সময় বয়ফ্রেন্ড ফোন করলে, আমার প্রচন্ড মাথাব্যাথা একদম কথা বলতে পারছি না।
৮. একা থাকলে কোন সমস্যা হয়না কিন্তু যদি সাথে বয়ফ্রেন্ড থাকে তাহলে অনেক পারা কাজও জানিনা বলে সত্য লুকায় মেয়েরা।

জা/আ

লাইফস্টাইল বিভাগের আরো খবর
বিয়ে-বিচ্ছেদ বেড়েছে খুলনার মেয়েদের, কম বরিশালের

বিয়ে-বিচ্ছেদ বেড়েছে খুলনার মেয়েদের, কম বরিশালের

৪ মাসে একবার বিছানার চাদর কাচেন ব্যাচেলররা: গবেষণা

৪ মাসে একবার বিছানার চাদর কাচেন ব্যাচেলররা: গবেষণা

ডেঙ্গু আক্রান্তরা যে কারণে ডাবের পানি পান করবেন

ডেঙ্গু আক্রান্তরা যে কারণে ডাবের পানি পান করবেন

বাংলাদে‌শিদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল

বাংলাদে‌শিদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল

গর্ভাবস্থায় কী কী খাবার খেলে আপনার সন্তান হবে মেধাবী ও বুদ্ধিমান!

গর্ভাবস্থায় কী কী খাবার খেলে আপনার সন্তান হবে মেধাবী ও বুদ্ধিমান!

ডেঙ্গু সম্পর্কিত যেসব ভুল তথ্য এড়িয়ে যাবেন

ডেঙ্গু সম্পর্কিত যেসব ভুল তথ্য এড়িয়ে যাবেন