ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এসএসসির ফল ৪ মে


গো নিউজ২৪ | গো নিউজ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০১৭, ১১:১১ এএম আপডেট: এপ্রিল ২৫, ২০১৭, ০৪:০৭ পিএম
এসএসসির ফল ৪ মে

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ৪ মে ঘোষণা করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হবে।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) রুহী রহমান বলেন, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। আগামী ৪ মে ৬০ দিন পূর্ণ হবে। বিগত বছরের মতোই এবারও ৬০ দিনের আগে ফল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, আগামী মাসের (মে) ৪ তারিখের মধ্যে ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে প্রস্তাব পাঠানো হয়। পরবর্তীতে তাতে সম্মতি দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়ে ২ মার্চ শেষ হয়েছে। এছাড়া ব্যবহারিক পরীক্ষা গত ৪ মার্চ শুরু হয়ে শেষ হয় ১১ মার্চ। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে আটটি সাধারণ বোর্ডের অধীনে ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন এবং মাদরাসা বোর্ডের অধিনে ২ লাখ ৫৬ হাজার ৫০১ জন ও কারিগরি বোর্ডের অধীনে (ভোকেশনাল) ১ লাখ ৪ হাজার ২১২ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

গো নিউজ ২৪

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল