ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবারো সেই মুম্বাই ভয় কেকেআরের


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০১৭, ১০:১৭ এএম
আবারো সেই মুম্বাই ভয় কেকেআরের

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে অসাধারণ কর্তৃত্ব দেখিয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ পকেটে পুরে নিয়েছে গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স। একইসঙ্গে উঠে গিয়েছে কোয়ালিফায়ার ২-এ। 

আর এবার ফাইনালে ওঠার আগে খেলতে হবে শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এই মুম্বাই  ইন্ডিয়ান্স আইপিএলের প্রায় প্রতিটি মৌসুমে কলকাতার জেতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তা সে গ্রুপ লিগের ম্যাচ হোক অথবা প্লে অফ, বারবার মুম্বইয়ের কঠিন গাঁটে আটকে গিয়েছে কলকাতা। আর এবারও ফাইনালে ওঠার পথে সেই মুম্বইকেই হারাতে হবে গৌতম গম্ভীরের দলকে। 

এই মৌসুমে গ্রুপ লিগের দুটি ম্যাচেই এই মুম্বাই   ইন্ডিয়ান্সের কাছে কলকাতাকে হারতে হয়েছে। শক্তিশালী মুম্বই দল তাই কোয়ালিফায়ার ২ এও কলকাতার সামনে বড় বাধা হয়ে দাঁড়াবে তাতে সন্দেহ নেই। মুম্বই গ্রুপ লিগে সবার উপরে থেকে প্লে অফে উঠেছে। লিগের শেষদিকে এসে মুম্বই কয়েকটি ম্যাচ হারলেও কোয়ালিফায়ারের লড়াই আলাদা হবে। মুম্বাই দলে জস বাটলারের না থাকাটা বড় ধাক্কা নিঃসন্দেহে। এছাড়া রোহিত শর্মার সেভাবে রান না পাওয়াও যথেষ্ট চিন্তার কারণ। কলকাতাকে সেখানে আঘাত করতে হবে। 

ওপেনিংয়ে পার্থিব প্যাটেল ভাল খেললেও লেন্ডল সিমন্স এখনও জ্বলে উঠতে পারেনি। এছাড়া মিডল অর্ডারে চোট সারিয়ে ফেরত আসা অম্বাতি রায়াডু আগের ম্যাচে ব্যর্থ হয়েছেন। পোলার্ড কিছুটা রানের মধ্যে থাকলেও পাণ্ড্য ভাইরা শেষদিকে এসে বড় রান করতে পারছেন না। তা সত্ত্বেও এই ব্যাটিং লাইন আপ দিয়ে মুম্বই অনেকদূর এগোতে পারে। বোলিংয়েও মুম্বইয়ের হয়ে লাসিথ মালিঙ্গা, জসপ্রীত বুমরাহ, মিচেল ম্যাকক্লেনেঘন, হার্দিক পাণ্ড্যরা দারুণ বল করছেন। ফলে বোলিং বিভাগও মুম্বইয়ের যথেষ্ট শক্তিশালী। 

এদিকে কলকাতাও ব্যাটে-বলে গোটা মৌসুমে ধারাবাহিকতা দেখিয়েছে। ব্যাটিংয়ে কলকাতার সবচেয়ে বড় ভরসা অধিনায়ক গৌতম গম্ভীর। এছাড়া রবীন উথাপ্পা, ক্রিস লিন, সুনীল নারিনরা বেশ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে ঝড় দেখিয়েছেন। 

তবে লোয়ার  মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতা কলকাতাকে ভাবনায় রেখেছে। ইউসুফ পাঠান, মনীশ পাণ্ডে, সূর্যকুমার যাদবরা কোনও ম্যাচেই ব্যাট হাতে প্রয়োজনের সময়ে জ্বলে উঠতে পারেননি। যার ফলে গ্রুপ লিগের বেশ কয়েকটি জেতা ম্যাচ ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে কেকেআরকে। সেই অবস্থা 

কোয়ালিফায়ার ২-এ শুধরে নিতে না পারলে শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে চাপে পড়ে যাবে গৌতম গম্ভীরের দল। 

বোলিংয়ে কেকেআর প্রায় প্রতি ম্যাচেই ভালো পারফরম্যান্স করে চলেছে। পেস বোলিংয়ে উমেশ যাদব, ট্রেন্ট বোল্ট, নাথন কুল্টার-নাইলরা দারুণ বল করছেন। 

এছাড়া স্পিন বোলিং বিভাগে সুনীল নারিন, কুলদীপ যাদবরাও বিপক্ষকে চেপে ধরছেন। ফলে পেস হোক অথবা স্পিন, কলকাতার বোলিং বিপক্ষকে চাপে ফেলার জন্য যথেষ্ট। কলকাতা ও মুম্বই দুটি দলই দুবার করে আইপিএল জিতেছে। 

ফলে বড় ম্যাচের চাপ কি হতে পারে তা ভালো করেই জানেন গৌতম গম্ভীর বা রোহিত শর্মারা। এই অবস্থায় কোয়ালিফায়ার ম্যাচে যে দল মাথা ঠান্ডা রাখতে পারবে, শেষ হাসি হাসবে তাঁরাই।
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ