ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিএল ইতিহাসে ওয়ার্নারই প্রথম!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ১৮, ২০১৭, ০৭:৫১ পিএম
আইপিএল ইতিহাসে ওয়ার্নারই প্রথম!

গতরাতে কলকাতার বিপক্ষে হেরে আইপিএল স্বপ্ন ভেস্তে গেছে সানরাইজার্স হায়দরবাদের। তবে ম্যাচটিতে হায়দরাবাদ দলের অধিনায়কের ৩৫ বলে ৩৭ রানের ইনিংসটির কারণে যুগ যুগ স্মরণীয় হয়ে থাকবেন তিনি। কারণ আইপিএলে প্রথম বিদেশি ক্রিকেটার হিসাবে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেন অস্ট্রেলিয়ার এই মারকুটে ব্যাটসম্যান।

এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএলে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করার নজীর থাকলেও ওয়ার্নারই প্রথম বিদেশী ক্রিকেটার। এখন পর্যন্ত চার হাজার রান করা ভারতীয় ব্যাটসম্যানরা হলেন, সুরেশ রায়না (৪৫৪০), বিরাট কোহলি (৪৪১৮), রোহিত শর্মা (৪১৫৭) এবং গৌতম গম্ভীর (৪০৮৮)।

বিদেশী ব্যাটসম্যানদের মধ্যে ওয়ার্নারের ঠিক পরের অবস্থানটি ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় ক্রিস গেইলের। গেইলের সংগ্রহ ৩৬২৬ রান। ক্যারিবিয়ান ব্যাটসম্যানের পরে ৩৪৭৩ করে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স

এদিকে ওয়ার্নার এই মাইলফলক স্পর্শ করেছেন মাত্র ১১৪ টি ম্যাচ খেলে। যেখানে তার ব্যাটিং গড় ৪০.৫৪ এবং সেঞ্চুরি রয়েছে তিনটি ও হাফসেঞ্চুরি ৩৬ টি। ২০০৯ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলে অভিষেক ঘটে অজি এই হার্ড হিটারের।

এরপর টানা পাঁচ আইপিএল মৌসুম দিল্লির পক্ষে খেলেছেন তিনি। ২০১৪ সালে সানরাইজার্স হায়দবাদে যোগ দেন তিনি। এদিকে আইপিএলে ওয়ার্নার অনন্য রেকর্ড গড়লেও তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতার বিপক্ষে হেরে গিয়ে বাদ পড়েছে ফাইনাল থেকে।

গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ