ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

 ‘এমন ছোট করুন যেন, কেউ এটি মুঠো করে ধরতে না পারে’ (ভিডিও)


গো নিউজ২৪ প্রকাশিত: এপ্রিল ১৮, ২০১৭, ০৪:০৯ পিএম আপডেট: এপ্রিল ১৮, ২০১৭, ১০:১০ এএম
 ‘এমন ছোট করুন যেন, কেউ এটি মুঠো করে ধরতে না পারে’ (ভিডিও)

এক তরুণী পার্লারে যান তার লম্বা চুল ছোট করতে। বিউটিশিয়ান যত ছোট করেন তিনি শুধু বলেন, আরও ছোট। শেষে নারীটি বলেন, এমন ছোট করুন যেন, কেউ এটি মুঠো করে ধরতে না পারে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ৮ মার্চ নির্মাতা আশুতোষ সুজন তৈরি করেছিলেন নারী নিগ্রহ ও নির্যাতন বিরোধী একটি বিজ্ঞাপনচিত্র।  এটি সেই বিজ্ঞাপনচিত্রের সংলাপ।

প্রকাশের পর এটি অনলাইনে ব্যাপক আলোচনা তৈরি করে। সাধারণ দর্শকদের পাশাপাশি অনেক তারকারা নিজেদের ফেসবুকে প্রোফাইলে এটি শেয়ার দেন। অনেক তারকাই সেখানে এসে কমেন্ট করে প্রশংসা বাক্য লেখেন। এবার দেখা গেল, দেশের গণ্ডি পেরিয়ে বিজ্ঞাপনটি বিশ্ব মিডিয়ায় প্রশংসিত হচ্ছে।

গত ৫ এপ্রিল ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বিজ্ঞাপনটি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। আর গত ১৩ এপ্রিল এটি নিয়ে বিশেষ লেখা প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। এর পরপরই টুইটারে চলছে বিজ্ঞাপনটির প্রশংসা।

এদিকে নিউ ইয়র্ক টাইসম তাদের বিশেষ ক্রোড়পত্রে লেখে, প্রায় দুই মিনিট ব্যপ্তির এই বিজ্ঞাপনচিত্রটিতে দেখা যায়, এক তরুণী পার্লারে যান তার লম্বা চুল ছোট করতে। বিউটিশিয়ান যত ছোট করেন তিনি শুধু বলেন, আরও ছোট। শেষে নারীটি বলেন, এমন ছোট করুন যেন, কেউ এটি মুঠো করে ধরতে না পারে। মূলত এ সংলাপটি মানুষের মনে দাগ কেটে যায়।

বাংলাদেশের বাণিজ্যিক প্রতিষ্ঠান জুঁই নারকেল তেল নারী দিবসের বিশেষ বিজ্ঞাপনচিত্র হিসেবে এটি নির্মাণ করে। যা পরিচালনা করেছেন আশুতোষ সুজন। এতে মূল মডেল হয়েছেন শাহনাজ সুমি। বিজ্ঞাপনটি দিয়ে আলোচনায় এসে গেলেন শাহনাজ সুমি।

বিজ্ঞাপনটির প্রসঙ্গে নির্মাতা সুজন বলেন, ‌‘আমি খুবই সৌভাগ্যবান যে এমন একটি কনসেপ্ট নিয়ে কাজ করার সুযোগ পেলাম। যখন এটি নির্মিত হচ্ছিলো বুঝতে পেরেছিলাম ভালো কিছু হবে। তবে দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব বাজারেও পৌঁছে যাবে এবং প্রশংসিত হবে এমনিট ভাবিনি। জুঁই নারকেল তেলকে কৃতজ্ঞতা। অভিনন্দন জানাই মডেল সুমি ও বিজ্ঞাপনটির সঙ্গে জড়িত সকল মানুষকে। আমাদের নির্মাণ এভাবেই পৌঁছে যাক বিশ্ব দরবারে।’

প্রসঙ্গত, বিজ্ঞাপনটির মডেল শাহনাজ সুমি চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় উঠে আসেন। এই বিজ্ঞাপনটি দিয়েই তিনি প্রথম আলোচনায় আসেন।

বিজ্ঞাপনচিত্রটি দেখুন :

গো নিউজ২৪/এএইচ

ওমেন`স কর্নার বিভাগের আরো খবর
আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!